Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bubli-Nushrat: সন্তানের বাবা কে? নুসরাতের মতোই চূড়ান্ত কটাক্ষের শিকার ওপার বাংলার বুবলি

কয়েকদিন ধরেই ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বুবলির একটি ফেসবুক পোস্টকে ঘিরে চলছে তুমুল চর্চা। সেই সূত্র ধরেই উঠে এসেছে বাংলাদেশের অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নামও। তাদের…

Avatar

কয়েকদিন ধরেই ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বুবলির একটি ফেসবুক পোস্টকে ঘিরে চলছে তুমুল চর্চা। সেই সূত্র ধরেই উঠে এসেছে বাংলাদেশের অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নামও। তাদের প্রেমের গুঞ্জন কম দিনের নয়। ২০১৬’তে ‘বসগিরি’ ছবির সূত্র ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সেই ছবিতে শাকিব খানের সাথেই অভিনয় করেছিলেন বুবলি। সেই থেকেই তাদের প্রেমের গুঞ্জন কানে এসেছে সকলের। তবে মিডিয়ার সামনে সেকথা কখনোই স্বীকার করেননি তারা।

গতবছর থেকে নিজের সন্তানের পিতৃপরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চিত হয়েছেন নুসরাত জাহান। মিডিয়ার পাশাপাশি নেটমহলের কাছ থেকেও অনেক কু-মন্তব্য শুনতে হয়েছে তাকে। তবে এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল ওপার বাংলার অভিনেত্রী বুবলির সাথে। নিজের ফেসবুকের পাতায় বুবলির বেবি বাম্পের ছবি শেয়ার করার পর থেকেই তুমুল চর্চা চলছে নেটমহলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একদিকে যখন শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রামের জন্মদিন ধুমধাম করে পালন করা হচ্ছে। অন্যদিকে সেই সময়ই নিজের ফেসবুকের পাতায় এমন পোস্ট করেছেন বুবলি, যা খুব স্বাভাবিকভাবেই হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণের মনে।

সম্পর্কের বিচ্ছেদের পর, অপু ও শাকিবকে একসাথে দেখা যেত না খুব একটা। তবে সম্প্রতি, গত বুধবার আব্রামের জন্মদিন উপলক্ষে শাকিব খানের বাড়িতে গিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানেই ধুমধাম করে পালন করা হয়েছে তাদের একরত্তি ছেলের জন্মদিন। পাশাপাশি দুজনেই নিজেদের সন্তানের ছবি শেয়ার করে লেখেন, তাদের সুখী পরিবারের কিছু দৃশ্য। পাশাপাশি সকলকে তাদের জন্য ভগবানের কাছে দোয়া করার কথাও লিখেছিলেন তারা। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথেও কথা বলেছেন অপু বিশ্বাস। তার কথায়, তারা কেউ বোবা নন। শাকিব নিজে একজন খুব ভালো মনের মানুষও। রীতিমতো তিনি এদিন সংবাদমাধ্যমের কাছে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

জানা যায়, অপু বিশ্বাসের সাথেও শাকিব খানের দীর্ঘ সম্পর্ক ছিল। সেই সময় বিয়ের আগেই তাদের এক সন্তানের জন্ম হয়েছিল। তবে সেই সন্তানের কথা কাউকে জানাতে বারণ করেছিলেন অভিনেতা, এমন কথাই বলতে শোনা গিয়েছিল অপু বিশ্বাসকে। তবে সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষেই একসাথে হয়েছিলেন তারা।

বুবলির সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখে হাজারো প্রশ্নের পাহাড় জমা হয়েছে সকলের মনে। গত প্রায় এক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। এই প্রসঙ্গে বুবলির সাথে কথা হলে তিনি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। সবটা না জেনে মিডিয়াতে গুজব না ছড়ানোরই অনুরোধ জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি তিনি সকলের কাছ থেকে বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন। পাশাপাশি এও বলেছেন,সময় মত তিনি সকলকে সবটা জানাবেন।

তবে এবার সকলের কৌতূহলের নিষ্পত্তি ঘটেছে। অভিনেত্রী নিজে নিজের ফেসবুকের পাতায় জানিয়েছেন তার সন্তানের পরিচয়। নিজেদের সন্তানের বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। 🙏🏻❤️”।

অভিনেত্রীর এই পোস্ট দেখার পর থেকে স্বস্তি পেয়েছেন তার অনুরাগী মহল। এই মুহূর্তে অভিনেত্রী ও অভিনেতাকে একরাশ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

About Author