IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে ব্লু বাহিনী। এদিকে টি-টোয়েন্টি সিরিজ…

Avatar

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করেছে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে ব্লু বাহিনী। এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পূর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। শিখর ধাওয়ানকে দলের অধিনায়ক এবং শ্রেয়াস আইয়ারকে সহ-অধিনায়ক করে এক শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও আসন্ন ওডিআই সিরিজে এই পাঁচজন খেলোয়াড়কে সুযোগ দেননি নির্বাচকরা। চলুন জেনে নেওয়া যাক করা রয়েছে সেই তালিকায়-

IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা

উমরান মালিক: ২০২২ আইপিএলে নিজের জাত চেনানো উমরান মালিক বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকলেও আসন্ন ওডিয়াই সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি তিনি। অথচ আইপিএল ২০২২-এ বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার পর নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি উমরান। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় তিনি ১৪ ম্যাচে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছিলেন।

IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা

কুলদীপ সেন: আইপিএল ২০২২-এ রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন ভারতের তরুণ ক্রিকেটার কুলদীপ সেন। আইপিএলে নিজের বিস্ফোরক বোলিং দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। তবে আইপিএলের গণ্ডি টপকে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি ভারতীয় এই ক্রিকেটারের। ভারতের প্রধান দলের অনুপস্থিতিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অভিষেকের বড় সুযোগ থাকলেও নির্বাচকদের সুনজর পড়েনি তার ওপর। এই তরুণ বোলার আইপিএল ২০২২-এ ৭ ম্যাচে ২৯ গড়ে এবং ৯.৪২ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন।

IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা

সরফরাজ খান: ব্যাঙ্গালোরের জার্সিতে টি-টোয়েন্টি লিগে অভিষেক হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ব্যাট হাতে রান করে চলেছেন মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান সরফরাজ খান। টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে বিগত বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন এই ক্রিকেটার। সম্প্রতি ইরানি কাপে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন সরফরাজ খান। যেকোনো পিচে রান করার ক্ষমতা থাকলেও ভারতীয় নির্বাচকরা এখনো অবহেলিত করে রেখেছে এই তরুণ ক্রিকেটারকে।

IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা

পৃথ্বী শ: আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল স্বপ্নের মতো। ব্যাট হাতে একের পর এক ম্যাচে লম্বা ইনিংস খেলেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। তবে ২০২২ আইপিএলে পৃথ্বী শ’র ব্যাট নীরব ছিল। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তার পদচারণা স্তব্ধ হয়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করার সত্ত্বেও নির্বাচকরা তাকে সুযোগ দিচ্ছেন না।

IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা

টি নটরাজন: আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক এবং জাতীয় দল থেকে ছিঁটকে যাওয়ায় গল্পটা কিছুটা রূপকথার মত। চোট প্রবন টি নটরাজ তার কিলার বোলিংয়ের জন্য বিখ্যাত। টিম ইন্ডিয়া তার বিধ্বংসী বোলিংয়ের জন্য শেষ ওভারে অনেকগুলি ম্যাচে বাজিমাত করেছিল। তবে নির্বাচকরা এখন এই খেলোয়াড়কে উপেক্ষা করছেন। টিম ইন্ডিয়ার হয়ে ২ টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি।

IND vs SA: ODI সিরিজে এই ৫ ক্রিকেটারকে উপেক্ষিত করলেন নির্বাচকরা, দেখে নিন বঞ্চিত হলেন কারা