নিউজরাজ্য

বৃষ্টিতে ভেসেছে পুজো, এবার লক্ষ্মীপুজো পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিল হাওয়া অফিস

পুজো কাটলেও আপাতত বৃষ্টি থেকে নিস্তার পাচ্ছেন না বঙ্গবাসীরা

Advertisement

একরাশ বিষন্নতা নিয়ে মা দুর্গাকে দশমীর দিন ভাসান দিয়েছে বঙ্গবাসী। আবার এক বছরের অপেক্ষা। তবে এই পুজোতে অসুরের মতো বঙ্গবাসীর কাছে প্যান্ডেল হপিংয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। মহাষষ্ঠীর দিন বিকেল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা বিক্ষিপ্তভাবে চলেছে দশমী পর্যন্ত। তবে হাওয়া অফিসের মতে পুজো কাটলেও আপাতত বৃষ্টি থেকে নিস্তার পাচ্ছেন না বঙ্গবাসীরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। কলকাতাসহ সংলগ্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা দুই বাড়বে দক্ষিণবঙ্গে।

আজ ৭ অক্টোবর, শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। বেলা গড়ালে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলিতে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা ছিল স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৩ শতাংশ। গতকাল বৃষ্টি হয়েছে ১.৪ মিলিমিটার। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রার দুই বাড়তে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ সামান্য হলেও কমবে। বিক্ষিপ্তভাবে মূলত হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ইত্যাদি জেলাতে রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button