অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কেটেছে। এ ব্যাপারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছে তাদের দল। যদিও খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবারই পাকিস্তান সফরের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট সচিব মোহন ডি সিলভা।
অপরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর কোনো সন্ত্রাসী হামলার আগাম কোনো বার্তা নেই। যদি হয় তাহলে পাল্টা দেওয়ার জন্য তৈরি তারা। অবশ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে সফর থেকে দলের ১০ জন সিনিয়র ক্রিকেটার এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাদের বাদ দিয়েই তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দুটো দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা বোর্ড।