গতকাল শনিবার কলকাতার রেড রোডে হয়েছিল জাঁকজমকপূর্ণ দূর্গাপূজা কার্নিভাল। আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা জানালেও, কার্নিভালের সময়কালে বৃষ্টি হয়নি। কিন্তু গত দুদিন এবং দুর্গাপুজোর অভিজ্ঞতার কথা মাথায় রেখে বলা যেতে পারে বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। গোটা দুর্গাপুজোতে পঞ্চমীর রাত থেকে শুরু করে নবমী পর্যন্ত রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। তবে বৃষ্টির দাপটও বঙ্গবাসীর প্যান্ডেল হপিং রুখতে পারেনি। এরপর দুর্গাপূজো কার্নিভাল বিনা বৃষ্টিতে সম্পন্ন হলেও আজ রবিবার লক্ষ্মীপুজোতে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।
আজ রবিবার সকাল থেকে শহরতলী কলকাতার আকাশ ঝলমলে থাকবে। তবে বেলা গড়ালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই সর্তকতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লক্ষ্মীপুজোতে ভিজবে দক্ষিণবঙ্গ। আসলে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধপ্রদেশে। সেখান থেকেই একটি অক্ষরেখা উত্তর-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। আর তার জেরে বাংলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। আগামী চার থেকে পাঁচ দিন দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আজকেই সেই বৃষ্টির রেশ হবে না। আগামী তিন চারদিন পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। দুপুরের দিক থেকেই কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি নামবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে।