এবার থেকে দু হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই-তে RuPay ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না। এনপিসিআইয়ের প্রকাশিত একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এরকমই জানানো হয়েছে গ্রাহকদের উদ্দেশ্যে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনপিসিআই।
প্রায় চার বছর আগে বাজারে এসেছিল ভারতের সবথেকে বেশি প্রচলিত ক্রেডিট এবং ডেবিট কার্ড RuPay। এই মুহূর্তে ভারতের প্রায় সমস্ত বড় ব্যাংক RuPay ক্রেডিট এবং ডেবিট কার্ড ইস্যু করে থাকে।
চলতি বছরে ইউপিআই অ্যাপ্লিকেশনে ক্রেডিট কার্ড যোগ করার সুবিধা নিয়ে এসেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আর সেই ক্ষেত্রেই ২০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করলে কোন আলাদা করে চার্জ দিতে হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। তার পাশাপাশি এ ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেটও প্রযোজ্য হবে না।
গ্রাহকের কাছ থেকে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার জন্য ব্যাংককে যে টাকা দেয় মার্চেন্ট সেটাই হলো, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR। এটি সাধারণত লেনদেনের পরিমাণের উপর শতাংশের হিসাবে নির্ধারিত হয়ে থাকে।