ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ধনতেরাসের আগে সস্তা হল সোনার দাম, জেনে নিন আজকের সোনা এবং রুপোর দর

মঙ্গলবারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমলো ৭০০ টাকা

Advertisement

লক্ষ্মী পূজার পর গতকাল দাম কমেছিল সোনালী ধাতুর। আর মঙ্গলবার সেই একই ট্রেন্ড বজায় থাকলো। সোমবারের মতোই মঙ্গলবারও দাম কমলো সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৭০০ টাকা আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭৭০ টাকা। এছাড়াও সোনার পাশাপাশি আজকে দাম কমেছে রুপোর। এদিন এক কেজির রুপোর দাম কমেছে এক ধাক্কায় ৬০০ টাকা।

মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম ৪,৬৯০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার ৮ গ্রামের দাম ৪৬,৯০০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৬,৯০০ টাকা। এবং ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৬৯,০০০ টাকা।

অন্যদিকে, আজ দুপুর ১২ টায় কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম ৫,১১৬ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনা ৮ গ্রামের দাম ৪০,৯২৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫১,১৬০ টাকা এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,১১,৬০০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোর। এই মুহূর্তে কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম ৫৮,৯০০ টাকা।

গতকালের পরে এদিনও দাম কমেছে সোনার। পরপর দুদিন দাম কমার কারণে এক ধাক্কায় অনেকটা সস্তা হয়ে গিয়েছে সোনা। গত এক সপ্তাহে এদিন সর্বনিম্ন স্তরে রয়েছে সোনার দাম। এদিন বিশ্ববাজারেও কমতি লক্ষ্য করা গিয়েছে সোনার দামে। গতকাল আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৮৮.৬১ মার্কিন ডলার। এই দাম সামান্য হ্রাস পেয়ে আজ হয়েছে ১,৬৬৭.০৮ মার্কিন ডলার।

Related Articles

Back to top button