Post Office Scheme: বিয়ে হলে খুলুন পোস্ট অফিসের এই অ্যাকাউন্ট, প্রতিমাসে পেয়ে যাবেন ৪৯৫০ টাকা
আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন পোস্ট অফিসে
বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। এই ইন্ডিয়া পোস্ট সাধারণ মানুষের জন্য আজকাল একের পর এক আকর্ষণীয় স্কিম আনছে। এই সময় কোটি কোটি মানুষ পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগ করে ভাল আয়ের সুবিধা পাচ্ছেন।
বিনিয়োগ করা মানেই আজকালকার দিনেই ঝুঁকি থেকে যায় আর্থিক দুর্নীতি হওয়ার। লোকেরা সবসময় ভাল রিটার্নের স্কিম বেছে নিতে পছন্দ করেন। কিন্তু এবার ভাল রিটার্নের সুবিধা দেবে পোস্ট অফিসই। পোস্ট অফিসের একটি নয়া সুপারহিট ছোট সঞ্চয় স্কিম হল MIS বা মাসিক আয় স্কিম। এতে আপনাকে একবারই বিনিয়োগ করতে হবে। এই MIS অ্যাকাউন্টের মেয়াদ ৫ বছর অব্দি হয়। স্কিম সম্বন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই পড়ুন।
পোস্ট অফিসের POMIS স্কিমের জন্য আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিম পেতে গেলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে। আপনি চাইলে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। সিঙ্গেল অ্যাকাউন্ট খুললে ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করে এবং অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে ৯ লাখ টাকা বিনিয়োগ করে আপনি এই স্কিমের সুবিধাগুলি পাবেন। আপনার অ্যাকাউন্টে যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ৬.৬ শতাংশ সুদের হারে ২৪৭৫ টাকা করে পাবেন। ৫ বছরে এই সুদের পরিমাণ হবে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে প্রতি মাসে সুদ পাবেন ৪৯৫০ টাকা।
তবে আপনি যদি ১ বছর থেকে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন তাহলে আপনার জমার পরিমাণ থেকে ২ শতাংশ কেটে আপনার টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া আপনি যদি ৩ বছর পর সেই টাকা তুলতে চান তাহলে জমার পরিমানের ১ শতাংশ কেটে টাকা ফেরত দেওয়া হবে। তবে আপনি যদি ৫ বছর টাকা রেখে দিতে পারেন তাহলে প্রতি মাসে ২৫০০ টাকার কাছাকাছি সুদ পেয়ে যাবেন।