নিউজদেশ

LPG Cylinder Price: একধাক্কায় ব্যাপক সস্তা হবে এলপিজি গ্যাস সিলিন্ডার, ২২ হাজার কোটি খরচ মোদি সরকারের

তেল সংস্থাগুলিকে রিলিফ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার

Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে পুজোর পর সাধারণ মানুষের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি জানা গিয়েছে যে গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তেল সংস্থাগুলিকে রিলিফ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য অবশ্যই ভালো খবর। গ্যাস ও জ্বালানির দাম কিছুটা হলেও কমবে এবার।

তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই দাবি করছিল যে এলপিজি গ্যাস সিলিন্ডার তাদের খুচরো বিক্রি করে লোকসান হচ্ছে। তাই তারা কেন্দ্রের কাছে ৩০ হাজার কোটি টাকা দাবি করেছিল। গত বুধবারের বৈঠকে কেন্দ্রীয় সরকার ২২ হাজার কোটি টাকা দেওয়ার ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রীয় সরকার এই রিলিফ ফান্ড দিয়েছে সাধারণ মানুষের কথা ভেবে। এরপর আশা করা যায় গ্যাস সিলিন্ডারের দাম আর বাড়বে না। একই দাম থাকবে, এমনকি সামান্য দাম কমতেও পারে। মোদি সরকারের এই সিদ্ধান্তের পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মধ্যবিত্তরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা শহরে ঘরোয়া গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম রয়েছে ১০৭৯ টাকা। মুম্বইতে এই দাম রয়েছে ১০৫২ টাকা ও চেন্নাইতে LPG-র দাম রয়েছে ১০৬৮ টাকা। রাজধানী শহর নয়া দিল্লিতে LPG সিলিন্ডারের দাম রয়েছে ১০৫৩ টাকা।

Related Articles

Back to top button