দিল্লি উত্তর প্রদেশ বিহার থেকে মহারাষ্ট্র পর্যন্ত যে সমস্ত রাজ্য একেবারে বৃষ্টিতে নাজেহাল হয়ে উঠেছিল তাদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনালো ভারতীয় আবহাওয়া দপ্তর। এবারে বৃষ্টি কমবে দিল্লিতে। দিল্লিতে বৃষ্টি কমার পরে হালকা ঠান্ডা চাদর রাজধানীতেও। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার পাঁচ দিন আরো কমে যাবে দিল্লির ন্যূনতম তাপমাত্রা। এদিকে কলকাতাতে আজকেও দিনের বিভিন্ন সময়ে ইতস্তত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মত থাকবে আর আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯১%। ফলে ফের একবার অসহ্য হবে আবহাওয়ার পরিস্থিতি। ফিল লাইক তাপমাত্রা হবে ৩৭° সেলসিয়াসের মতো।
শুক্রবার কলকাতায় অংশতো মেঘলা আকাশ থাকবে এবং ওয়েদার আপডেট অনুযায়ী বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত একই রকম দেখা যেতে চলেছে। আর্দ্রতা এবং উষ্ণতা জনিত অস্বস্তি থাকতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। তবে আগের থেকে একটু বৃষ্টি কম থাকবে বলে জানিয়েছে আইএমডি।
এখনো বঙ্গোপসাগরে তৈরি হবার নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকলেও আগামী পাঁচ দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। আইএমডি নিজেদের ওয়েদার আপডেট জানিয়েছে, আগামী তিন-চার দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম ও মধ্য ভারতের থেকে ফিরে যাবে। ফলে দেশে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ঝাড়খন্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্কাইমেটের ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় ছত্রিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অসম, অরুনাচল প্রদেশ এবং উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্যে। এছাড়াও কঙ্কন ও গোয়া উপকূলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।