নিউজদেশ

আধার কার্ডের বয়স ১০ বছর? তাহলে এক্ষুনি আপডেট করুন নিজের আধার কার্ড

কিভাবে আপডেট করবেন, জানুন সহজে

Advertisement

যারা ১০ বছর আগে নিজেদের আধার কার্ড পেয়েছিলেন তাদের তথ্য আপডেট করার অনুরোধ করেছে ইউনিক আইডিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। মঙ্গলবা ইউআইডিএআই বলেছে সংশ্লিষ্ট ব্যক্তিকে এবারে নিজের সনাক্তকরণ এবং বসবাসের প্রমাণ নথি আপডেট করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে অনলাইন বা আধার কেন্দ্রে গিয়ে এই আধার কার্ডের তথ্য আপনি আপডেট করতে পারেন। তবে এই আপডেট প্রক্রিয়া বাধ্যতামূলক বলে উল্লেখ করেনি কেন্দ্রীয় সরকারি এই সংস্থা।

তবে ইউআইডিএআই এর বিজ্ঞপ্তিতে লেখা আছে সরকারি সুযোগ-সুবিধা পেতে থাকতে সবাইকে অবশ্যই তাদের আধার তথ্য আপডেট করতে হবে। এর ফলে কোন সনাক্তকরণ বা শংসাপত্রের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে না। এর আগে শুধুমাত্র ৫ থেকে ১০ বছর বয়সে যারা আধার কার্ড পেয়েছিল তাদের কার্ড এবং তথ্য আপডেট করা আবশ্যক ছিল। তবে এবারে পরিবর্তন হতে চলেছে সমস্ত নিয়মে। তবে এবার থেকে সাধারণ মানুষকে ১০ বছর অন্তর নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য উৎসাহিত করবে কেন্দ্রীয় সরকার।

বর্তমানে আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়ে আধারের তথ্য আপনি আপডেট করতে পারছেন। এর জন্য আপনাকে ssup.uidai.gov.in/ssup ওয়েব সাইটে যেতে হবে এবং তারপর প্রসিড টু আপডেট বিকল্পটি আপনাকে বেছে নিতে হবে। তারপরে আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে এগিয়ে যান আপনি। রেজিস্ট্রেশন নম্বর দিলে আপনার কাছে একটি ওটিপি আসবে এবং তারপর সেটাকে বসিয়ে আপনাকে লগইন করতে হবে। এরপর আপনি আপনার সমস্ত ডিটেলস আপডেট করতে পারবেন। আপনি যে ডিটেইল আপডেট করতে চান সেটিকে সিলেক্ট করে পরবর্তী আপডেট করতে হবে। এর জন্য সামান্য কিছু ফি দিতে হয়।

Related Articles

Back to top button