ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দীপাবলীর আগে সোনা এবং রুপোর দামে বড় পরিবর্তন, সব রেকর্ড ভাঙতে পারে সোনার দাম

জেনে নিন আজকের সোনা এবং রুপোর দাম ঠিক কত টাকা

Advertisement

দীপাবলীর আগে ভারতীয়দের জন্য বড় সুখবর। বিশ্ববাজারে ক্রমাগত উপর-নীচ হচ্ছে সোনা এবং রুপা দামের উপর। বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পর এবারে সোনার দাম কিছুটা হলো নিম্নমুখী। তবে রুপোর দাম এখনো পর্যন্ত কিছুটা উপরের দিকেই রয়েছে। সারাদেশে দীপাবলীর আগে সোনা ও রূপো কেনার একটা হিরিক থাকে। বিশেষ করে ধনতেরাসের সময় সোনা এবং রুপো সকলেই কিনতে চান। তাই এই মুহূর্তে সোনা এবং রুপোর দামের দিকে নজর রয়েছে সকলের।

মঙ্গলবার ১৮ অক্টোবর সোনার দাম আগে থেকে কিছুটা নিম্নমুখী। বাজার খোলার সময় সোনা এবং রুপোর দুটোর দাম নিচের দিকে থাকলেও, পরবর্তীতে রুপোর দাম উর্ধ্বমুখী হতে শুরু করে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের হিসাব অনুযায়ী সকাল ৯:১০ এ সোনার মূল্য ছিল ৫০,৩৪২ টাকা। ১০ গ্রামে ১৩১ টাকা কম হয়েছিল সোনার দাম। অন্যদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে বৃদ্ধি পেয়েছে ১২৫ টাকা এবং হয়েছে প্রতি কিলোগ্রাম ৫৬,৪৩২ টাকা।

এর আগে সোমবার সোনা এবং রুপোর দাম ছিল কিছুটা ঊর্ধ্বমুখী। সোমবার এমসিএক্স সূচকে সোনার দাম ২৫৬ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল প্রতি ১০ গ্রামে ৫০,৫১৬ টাকা। অর্থাৎ সোনার দাম গতকাল কিছুটা বৃদ্ধি পেলেও আজকে আবার নিম্নমুখী। তাই যদি আপনারা এই মুহূর্তে সোনা কিনতে চান তাহলে আজ সোনা কেনার সবথেকে ভালো দিন। মনে করা হয়েছে দীপাবলীর সময়ে এই দাম মোটামুটি একই রকম থাকবে।

Related Articles

Back to top button