গতবছর পরিচালক সুকুমারের ‘পুষ্পা: দ্যা রাইজ’ বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছিল এই ছবি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষায় ডাবিং হয়েছিল এই ছবি। তবে হিন্দিতেই বেশি জনপ্রিয়তা পেয়েছিল পুষ্পা। ছবির শেষেই ছবির দ্বিতীয়ভাগ আসার ইঙ্গিত ছিল। আর সেই ইঙ্গিত পাওয়ার পর থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল পুষ্পা অনুরাগীদের। তবে এবার শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’তে দেখা যেতে পারে টলিউডের যীশু সেনগুপ্তকে, যা জানার পর থেকে খুব স্বাভাবিকভাবেই আরো দ্বিগুণ উচ্ছ্বসিত হয়ে পড়েছে দর্শকমহলের একাংশ।
উল্লেখ্য সম্প্রতি জানা গিয়েছে, ‘পুষ্পা ১’এ ফহাদ ফাসিল অভিনীত চরিত্রটি তারই অভিনয় করার কথা ছিল। তবে সেটি করোনাকালীন সময়ের প্রস্তাব। সেইসময় নানা বিধি-নিষেধের জন্য সেই ছবিতে অভিনয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যীশু সেনগুপ্ত। সেই থেকেই পর্দায় আল্লু অর্জুনের সাথে অভিনয় করার ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল তার। তবে এবার মনে হয় সেই ইচ্ছা পূরণ হতে চলেছে অভিনেতার। আসন্ন ‘পুষ্পা: দ্যা রুল’এ খলনায়কের চরিত্রে দেখা মিলতে পারে অভিনেতার। তবে এই কথা শোনা গেলেও, ছবির পরিচালক কিংবা অভিনেতা নিজে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে এই প্রসঙ্গে কোনরকম কোন মন্তব্য করেননি। বলাই বাহুল্য, এই মুহূর্তে সকল দর্শকমহলই অপেক্ষায় রয়েছেন যীশু সেনগুপ্ত ও আল্লু অর্জুনকে একই পর্দায় দেখার জন্য।
উল্লেখ্য, ‘পুষ্পা ২’এর পরিচালক ও চিত্রনাট্যকার একজনই, তিনি হলেন সুকুমার। জানা গিয়েছে, এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল বিজয় সেতুপতিকে। তবে তিনি নিজেরই অন্য এক ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন বলে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই ছবিটির পরিচালকও সুকুমার। অতএব বলাই বাহুল্য, সব ঠিকঠাক থাকলে আসন্ন এই ছবিতে সেতুপতির ফিরিয়ে দেওয়া চরিত্রেই দেখা মিলতে পারে যীশু সেনগুপ্তের। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা: দ্যা রুল’এর। তবে এখনো পর্যন্ত ছবি মুক্তির প্রসঙ্গে কোনো রকম কোনো মন্তব্য করতে শোনা যায়নি কাউকে। বলাই বাহুল্য, ‘পুষ্পা ২’এর জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষা করে রয়েছেন সমগ্র ভক্তমহল। চলচ্চিত্র সমালোচকদের একাংশের মতে, আসন্ন এই ছবি বলিউডে শাহরুখ খানের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার ৩’কে পিছনে ফেলে দিতে পারে। সে ক্ষেত্রে এই সমস্ত ছবিগুলির মুক্তির তারিখ পরিবর্তন হলেও হতে পারে। তবে সেই প্রসঙ্গে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।