ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : সলমন খান, বলিউডের ভাইজান। ১৯৮৯ সাল থেকে বলিউডে ডেবিউ হওয়ার পর থেকেই বলিউডে রাজ করে চলেছেন সলমন খান। বর্তমানে খুবই আনন্দে আছেন বলিউডের ভাইজান। শুধু তিনিই নন, তার পুরো পরিবার সহ সকলেই আছেন খুবই আনন্দে। কারণ বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। আসলে সলমন খানের বোন অর্পিতা খানের দ্বিতীয় সন্তান হওয়ার আনন্দে খুশি সবাই। আর প্রিয় বোনের দ্বিতীয় সন্তান হওয়ার আনন্দে তো সবচেয়ে বেশি খুশি সলমন খান নিজেই।
দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা। বেশকিছুদিন ধরে খবরটি শোনা যাচ্ছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মা। IIFA Awards 2019-এর রেড কার্পেটে একটি সাক্ষাৎকারের সময়ই এই সুখবরটি দেন খোদ আয়ুশ। আয়ুশ বলেন, নতুন অতিথির আগমন সত্যিই আনন্দের। আমি আর অর্পিতা দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছি। আবার নতুন করে সবকিছুর শুরু। আমরা আর সেই ছোট্ট বাচ্চাটির জন্য যে অপেক্ষা করতে পারছি না। সলমন খান হতে চলেছেন দ্বিতীয়বার মামা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০১৪ সালে, ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্যালেসে বিবাহ করেন অর্পিতা ও আয়ুশ। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়। সে সময় ভাগ্নেকে দেখে উৎসাহিত ছিলেন সলমন নিজেই। ভাগ্নের সঙ্গে মজার মজার মুহূর্ত ধারণ বিভিন্ন সময় ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ভাইজান। তাই দ্বিতীয় ভাগ্নের আগমন বার্তাতেও যে সলমন খান খুশি হবেনই সেটা আর বলার অপেক্ষা রাখেনা। ২০১৮ সালে ‘লাভরাত্রি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন আয়ুশ।