কালীপুজোর পর থেকে কমবেশি গোটা রাজ্যে শীতের অনুভূতি মিলছে। সেটা সকালের দিকে হোক কি গভীর রাতের দিকে, হালকা ঠান্ডার আমেজ বিরাজমান গোটা বাংলাজুড়েই। তবে বেলা বাড়লে মধ্যগগনে সূর্য আসলেই ঠান্ডার আমেজ গায়েব হয়ে গরম অনুভব হচ্ছে। আপাতত এই পরিস্থিতিতে গোটা বঙ্গবাসীর একটাই প্রশ্ন যে শীত কবে থাকতে পড়বে এই রাজ্যে? আপাতত গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া রয়েছে। জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।
ভোরের দিকে কিছুটা ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়লেই তা উধাও হয়ে যাচ্ছে। পরিষ্কার আকাশে সূর্যের তাপ ঠান্ডার আমেজ কাটিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি আপাতত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের মতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভোর কিংবা সন্ধ্যের দিকে এবার ঘন কুয়াশা দেখা যাবে। দুই বঙ্গেই দিনে ও রাতে তাপমাত্রার মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাবে না। শহরতলী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২-২১ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস অব্দি যেতে পারে। গত মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি ছিল।