নভেম্বর মাসের শুরুর দিক থেকেই ভোর ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। তবে বেলা গড়ালে মধ্যগগনে সূর্যের গনগনে তাপে সেই শীতের আমেজ কোথাও উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও অব্দি জাঁকিয়ে শীত পড়ার কোনো পূর্বাভাস দেয়নি। তবে আপাতত শুষ্কই থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে আর এক দুদিন বাদে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাতের দিকে শীতটা বেশি করে অনুভূত হবে।
উত্তরবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে উত্তরের পাঁচ জেলাতেই। এমনকি আকাশ এতটাই পরিষ্কার যে উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে দেখা মিলছে গিরিশিখর কাঞ্চনজঙ্ঘার। দক্ষিণবঙ্গের তুলনায় রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমছে উত্তরবঙ্গের। তবে আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে আগামী ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের
জেলাগুলিতেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের তাপমাত্রা ৩১.২১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ থাকবে। তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আর এই নিম্নচাপ সৃষ্টি হলে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকতে পারে।