যুবকের চাদরে লুকিয়ে ছিল বিশাল কিং কোবরা সাপ, তারপর যা হল….
এমন ভয়ানক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিরোঞ্জা গ্রামের
আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। শুনে অবাক লাগলেও, সাপের জীবন যাপন এবং সাপ ধরার প্রক্রিয়া সমন্ধে জানার খুব ইচ্ছা তাকে নেটিজেনদের। তাইতো সাপের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই, তা ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে সাপের একটি ভয়াবহ ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনার। জানা গিয়েছে, এই ঘটনাটি মধ্যপ্রদেশের সিরোঞ্জা গ্রামের। এখানে এক যুবক রাতে ঘুমাচ্ছিল। হটাৎ সে কিছু একটা পাশে আছে অনুভব করলে সে টর্চের আলো জ্বেলে দেখে। তখন সে পাশে একটি বিশাল কিং কোবরা সাপ দেখতে পান। তিনি মুহূর্তের মধ্যে সেই লেপ ছুড়ে ফেলে দেন ও বড় বিপদের হাত থেকে রক্ষা পান। অত বড় কিং কোবরা সাপ দেখে ওই যুবক খুবই ভয় পেয়ে গেছিলেন।
পরে সাপ উদ্ধারকারী এসে ওই বিশাল কিং কোবরা সাপকে ঘর থেকে উদ্ধার করে নিয়ে যায়। সাপ উদ্ধারকারীকেও বেগ পেতে হয় ওই সাপ উদ্ধার করতে।