নিউজবাজারদর

Gold Price Today: বিয়ের মরশুমে একধাক্কায় অনেকটাই দাম কমলো সোনা রুপার, জেনে নিন সর্বশেষ রেট

সপ্তাহের প্রথম দিনেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা

Advertisement

বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি বছরে বিয়ের মরশুমের ঠিক আগে একধাক্কায় অনেকটাই দাম কমে গেল সোনার। ফলে স্বাভাবিকভাবেই ক্রেতাদের মুখে ফুটেছে চওড়া হাসি। চলতি সপ্তাহের প্রথম দিনেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১২০ টাকা। সোনার পাশাপাশি পাল্লা দিয়ে দাম কমছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।

আজ দেশে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৯০০ টাকা। আগের দিন দাম ছিল ৪৭ হাজার টাকা। অর্থাৎ দাম কমেছে ১০০ টাকা। একই সময়ে, ২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রাম ৫১ হাজার ১৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম আগের দিন ছিল ৫১ হাজার ২৮০ টাকা। অর্থাৎ দাম কমেছে ১২০ টাকা। বিশ্ব বাজারেও খানিকটা দাম কমেছে সোনার। তার ফলেই দেশীয় বাজারে নিম্নমুখী হয়েছে সোনার দাম।

আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button