এবারে সরকারি সুবিধার পাশাপশি দাতের রোগের চিকিৎসাও হবে দুয়ারে সরকার ক্যাম্পে। সম্পূর্ণ বিনামূল্যে এবারে এই চিকিৎসা দেওয়া হবে বাংলার মানুষদের। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই নির্দেশিকা আজ জারি করেছে সকল এলাকার ক্যাম্পের জন্য। আর এই নির্দেশিকা দেখে সকলেই বেশ আনন্দিত।
প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এবং এই এলাকার দন্ত চিকিৎসকরা এই ক্যাম্পে থাকবেন। এছাড়াও মেডিকেল কলেজের শীর্ষ আধিকারিকরা এই ক্যাম্পে উপস্থিত থাকবেন। মেডিকেল কলেজের এই ক্যাম্প দেখাশোনা করবেন। প্রতিটি ক্যাম্পে দুজন দন্ত সার্জেন উপস্থিত থাকবেন যারা চিকিৎসা করবেন সাধারণ মানুষের। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ ভালো মানের চিকিৎসা পাবেন খুব সহজে
অন্যদিকে, কলকাতায় থাকবে মোবাইল ডেন্টাল ক্লিনিক ভ্যান। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই এই ভ্যান যাবে।