BREAKING: অবেশেষে রাজীব কুমারের সন্ধান পেল CBI, এইভাবে খোঁজ পেল রাজীব কুমারের! শীঘ্রই জানুন!

খোঁজ নেই, এডিজি সিআইডি রাজীব কুমারের। তবে আড়াল থেকেই গত শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের নথি পাঠিয়েছিলেন। রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি।…

Avatar

খোঁজ নেই, এডিজি সিআইডি রাজীব কুমারের। তবে আড়াল থেকেই গত শনিবার আলিপুর জেলা বিচারকের এজলাসে আগাম জামিনের নথি পাঠিয়েছিলেন। রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি। দেশের আইনের অমর্যাদা করেছেন তিনি।

এই কারনে আলিপুর জেলা আদালত রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করল। এবার সিবিআইয়ের সামনে রাজিবকে গ্রেফতারের রাস্তাটা অনেক সহজ হয়ে গেছে। সিবিআইয়ের আইনজীবী রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারের আবেদন করেছিলেন, বিচারক তা মঞ্জুর করেছেন। কিন্তু দুসপ্তাহ হতে চলল, কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের হদিশ পায়নি সিবিআই।

আশ্চর্যের বিষয়, আগাম জামিনের জন্য ও কালতনামায় নিয়মিত সই করছেন তিনি। তার এই সই নিয়েই শুরু হয়েছে জল্পনা। সিবিআই এর এক কর্তা বলেন, ‘রাজীব কুমার এই শহরেই কোথাও লুকিয়ে আছে। যেখানে গিয়ে তার আইনজীবীরা নথিতে সই করিয়ে আনছেন।’

সিবিআই রাজীব কুমারের খোঁজে চারদিক চষে ফেললেও তার খোঁজ পায়নি এখনও। তবে আশা করা যাচ্ছে রাজীব কুমার শহর বা শহরতলির কোথাও আত্মগোপন করে রয়েছে।