বর্তমান সময়ে খারাপ জল, দূষণ, অনিয়ম ও অযত্নের জন্যে আমাদের চুল খুব রুক্ষ ও পাতলা হয়ে যায়। চুল ঝরে যাওয়ার হাত থেকে বাঁচাতে কতই না ট্রিটমেন্টে, উপকরন ব্যাবহার করা হয়েছে কিন্তু ফল খুব কম পাওয়া যায়। অনেক সময় উপযোগী উপকরন সময়ের অভাবে ব্যাবহার করা হয়ে উঠে না কিন্তু চুল ঘন ও কালো করতে কিছু সময় দিতেই হবে এর যত্নে। শুষ্ক, নিষ্প্রাণ ও পাতলা চুল আপনার সৌন্দর্য্য হ্রাস করে পারে। তাই জেনে নিন কি করে এর থেকে বাঁচাবেন নিজের চুলকে।
সাম্প্রতিক আমাদের রোজের ব্যাবহারের জলে বৃদ্ধি পাচ্ছে টিডিএস ও অন্য দূষিত পদার্থের পরিমাণ। এ ছাড়া বাজে লাইফস্টাইল ও কেমিক্যাল পণ্যের কারণে চুল পড়া ও পেকে যাওয়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে ১৫-২০ বছরের যুবক-যুবতীরাও সাদা চুলের সমস্যায় ভুগছেন। এর কারণে অনেক সময় মানুষকে হীনমন্যতার শিকার হতে হয়। সাদা চুল থেকে মুক্তি পেতে চাইলে একটি গোপন ও পুরাতন আয়ুর্বেদিক ঔষধী উদ্ভিদের ব্যবহার করতে পারেন। এই উদ্ভিদটির নাম হল ভ্রিংরাজ। এতে রয়েছে ভিটামিন ই, ডি, ম্যাগনেসিয়াম ও আয়রন, কিন্তু কীভাবে ব্যবহার করবেন সেটা জানা খুব দরকার তাই এই বিজ্ঞাপন।
চুলে ভ্রিংরাজ তেল লাগানোর পদ্ধতি ও তার উপকারিতা গুলো জেনে নেওয়া যাক:-
১) খুশকি কমায়:-
শীতের মরশুম সকলের মাথায় খুশকির সমস্যা বৃদ্ধি পায়। যাদের বেশি সমস্যা তাদের জন্য ভৃঙ্গরাজ তেল খুবই উপকারী। এই তেল লাগালে মাথার চামড়া মর কমে ও খুশকি কমে যায়। এর সাথে চুল ঝলমলে হয়। খুশকি দূর করতে অন্য একটি পদ্ধতিও অবলম্বন করতে পারেন। এর জন্য আমলোকির গুঁড়ির সঙ্গে ভ্রিংরাজ পাউডার মিশিয়ে জল দিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মাথায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে খুশকির সমস্যা দূর হবে।
২) সাদা চুলের সমস্যা দূর হয়:-
আপনিও যদি সাদা চুলের সমস্যায় ভুগছেন, তাহলে ভ্রিংরাজ তেল দিয়ে এই সমস্যার অবসান ঘটাতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন এই তেল চুলে লাগালে সাদা চুলের সমস্যা চলে যায় ও চুল ঝকঝকে কালো ও ঝলমলে কোমল হয়।
৩) ভ্রিংরাজের হেয়ার মাস্ক তৈরি করুন:-
আপনি ভ্রিংরাজের হেয়ার মাস্কও তৈরি করে ব্যাবহার করতে পারেন। এর জন্য জলে ভৃঙ্গরাজ গুড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন, তারপর চুলে লাগিয়ে প্রায় ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এক মাসে ৬ বার এইটি ব্যাবহার করুন, এতে চুল আবার কালো হতে শুরু করবে। তার সাথে ঘন ও লম্বা চুল পাবেন আপনি।
এই তথ্যের যথার্থতা, সময়োপযোগীতা এবং সত্যতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। তবে এটা ভারত বার্তার নৈতিক দায়িত্ব নয়। দয়া করে কোনো প্রতিকার চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য অনুরোধ করছি আমরা। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করা।