নিউজবাজারদর

Gold Price: একধাক্কায় বেড়ে গেল সোনার দাম, রেকর্ড দামে পৌঁছেছে সোনা, জানুন আজকের সর্বশেষ রেট

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সোনার দাম ০.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে

Advertisement

বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ফের এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো মহামূল্যবান হলুদ ধাতুর। সোনার পাশাপশি রুপোর দামে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সোনা রুপোর সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানা গিয়েছে, আজ সোনার দাম ০.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। অন্যদিকে MCX-এ আজ রূপার হার ০.১৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ৫২,৭৭৮ টাকা প্রতি ১০ গ্রাম ফিউচার মার্কেটে সকাল ৯:১০ টায় লেনদেন শুরু হয়েছিল। সকালে সোনার দাম ৫২,৭৪৩ টাকায় খুললেও পরে তা ৫২,৭৮৩ টাকায় নেমে আসে এবং অল্প সময়ের মধ্যে এটি ৫২,৭৭৮ টাকায় লেনদেন শুরু করে।

অন্যদিকে, রুপোর দামও ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আজ রুপোর দাম ৬২,৫৫০ টাকায় খোলা হয়েছে এবং তা বর্তমানে ৬২,৫২৫ টাকা হয়েছে। যাইহোক, পরে তা ৬২,৫৭০ টাকায় নেমে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button