অনুমতি মিলেছে যাত্রী পরিষেবা শুরু করার। সুচের খবর ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকেই যাত্রী নিয়ে ছুটতে শুরু করবে যোগা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। মেট্রোরেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পথ চালু করার অনুমতি দিয়েছেন। কিন্তু তিনি অনুমতি দিলেই মেট্রো যাত্রী নিয়ে দৌড় শুরু করতে পারবে এমন নিশ্চয়তা কোথায়?
কারণ জোকা থেকে তারাতলা পর্যন্ত ছয়টি স্টেশনে মেট্রো চালাতে গেলে যে পরিমাণ কর্মী দরকার সেই কর্মী এখনো পর্যন্ত কিন্তু নেই মেট্রো কর্পোরেশনের হাতে। এমন কি প্রতিষ্ঠানে দুটি শিফটে টিকিট কাউন্টারে বসানোর মতো কর্মীও নেই। চলতি বছরের জুলাই মাসে উত্তর দক্ষিণ মেট্রোর নোয়াপাড়া কার্শেড থেকে একটি নন এসি রেক নিয়ে আসা হয়। ট্রেলারের মাধ্যমে সড়কপথে আলাদা আলাদা করে সেই নন এসি মেট্রোর ৮ টি কোচ এনে তা জোকার কারশেডে জুড়ে একটি রেক তৈরি করা হয়। আপাতত ওই রেখে এর মাধ্যমে মহড়া দৌড় চলছে।
রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের একটি অংশের কাজ তড়িঘড়ি সম্পূর্ণ করা হয়েছে। যদিও এই সম্পূর্ণ কারশেড তৈরি করতে গেলে এখনো অনেকটা সময় লাগবে। আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত ছটি স্টেশন নিয়ে পরিষেবা শুরু করতেই সপ্তাহের বেশ কয়েকটা দিন কাজ করতে হচ্ছে কর্মীদের। আপনাদের জানিয়ে রাখি এই ছয়টি স্টেশন হলো, জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।