রানু মন্ডল, রানাঘাট স্টেশনে থাকতেন এবং সেখানকার পথ চারীদের এবং নিত্য যাত্রীদের অনুরোধে আশা এবং লতার গান শোনাতেন। একদিন এমনই একদিন লতা মঙ্গেশকরের “এক প্যায়ার কা নাগমা হে” গানটি তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন তিনি। তারপরই কেল্লাফতে! হিমেশ রেশমিয়ার সাথে গানের রেকর্ডিং থেকে আরো কত কি! তিনি এখন ধরা-ছোঁয়ার বাইরে।
এই মহিলাকে ই কিছুদিন আগেও ‘পাগল’ বলে সম্বোধন করা হত। স্টেশনে বসে থাকতেন। নিজের মতো গান করে যেতেন। সেই রাণু মণ্ডলই রাতারাতি এখন স্টার। বলিউডের ছবিতে হিমেশ রেশামিয়ার সঙ্গে গান রেকর্ডের পর রাণুর কথা বলার ভঙ্গি বা চালচলনেও অনেক পরিবর্তন এসেছে।
রানাঘাট থেকে স্টেশন থেকে সোজা মুম্বইয়ের রেকর্ডিং স্টুডিও৷ আর এবার তো দেশের গণ্ডি ছাড়িয়ে অন্য দেশেও রানুর জয়জয়কার৷ বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বলিউডে গান গাওয়ার পর বাংলাদেশের এক ছবিতে গান গাওয়ার জন্য অফার পেয়েছেন রাণু৷
আর সেই কারণেই নাকি খুব শিঘ্রই বাংলাদেশে উড়ে যাবেন রাণু৷ তবে শুধু বাংলাদেশেই নয়৷ অন্যান্য দেশেও নাকি গান গাওয়ার জন্য ডাক পেয়েছেন রাণু মণ্ডল৷ আর সেই কারণেই সম্প্রতি রাণুকে দেখা গিয়েছে শহরের পাসপোর্ট অফিসে৷