কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। আপনিও নেই তো সেই তালিকাতে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা সেইসব শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তাঁর মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
এছাড়াও UIDAI রেশন পরিষেবা নিয়ে একটি নতুন বড়সড় ঘোষণা করেছে যা আপনার অবশ্যই জানা প্রয়োজন। অযোগ্য ব্যক্তিদের বিনামূল্যে রেশন নেওয়া আটকানোর জন্য UIDAI ঘোষণা করেছে যে এবার দেশের যেকোনো জায়গা থেকে আধার কার্ড ছাড়া রেশন পাওয়া যাবে না। আপনার আধার কার্ড আপডেট হলেই আপনি এই সুবিধার সুবিধা নিতে পারবেন। যদি এটি না হয় তবে আপনি এই সুবিধাটি নিতে পারবেন না। এ ছাড়া রেশন কার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।