ফ্লিপকার্ট মানেই অফারের ফুলঝুরি। ভারতের বাজারে ফ্লিপকার্ট একটা আলাদা নাম করে নিয়েছে। প্রতি বছর পুজোর আগেই ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে’ তে প্রচুর অফার নিয়ে হাজির হয়। সামনেই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে। আর সেই দিনকে সামনে রেখেই সরাসরি ৫০ হাজার কর্মস্থানের ব্যাবস্থা করেছে জানিয়েছে ফ্লিপকার্ট সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। বিগ বিলিয়ন ডে চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।
যারা ফ্লিপকার্ট প্লাস গ্রাহক, তাদের জন্য প্রত্যেকদিন অতিরিক্ত ৪ ঘন্টার সুযোগ দেওয়া হবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং আইসিআইসিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করা গ্রাহকরা কেনার সময় তৎক্ষনাৎ ১০ শতাংশ ছাড় পাবেন। সাপ্লাই চেন, লজিস্টিক ও কাস্টোমার সাপোর্টে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হবে। গত বছর ৬.৫ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় সারা ভারতে ৩০ শতাংশ বেশি কর্মসংস্থান হবে।