Viral Video: অদূরে মাঠে বসে দুটি সিংহ, ভয় না পেয়ে ভিডিও বানাচ্ছেন দুই যুবক, কীর্তি দেখে অবাক নেটদুনিয়া
IFS অফিসার সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন ভাইরাল ভিডিওটি
আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় জঙ্গলের বিভিন্ন রুদ্ধশ্বাস ভিডিও। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এমন কিছু দেখা গিয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি দুটি সিংহ একটি চাষের জমিতে বসে আছে। গুজরাটের গির অরণ্যের কাছেই এমন দেখা গেছে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ২ যুবক ওই দুটি সিংহের খুব কাছে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছেন। তাদের থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে দুই যুবক। দেখে মনে হচ্ছে, মাঠে তাঁরা চাষের কাজে এসেছিলেন। সিংহদের দেখে মোবাইল বের করে ক্যামেরাবন্দি করতে তৎপর হয়েছেন। দেখা যাচ্ছে, এক যুবক মোবাইলটি পরীক্ষা করে দেখছেন যে ভিডিও ঠিকমতো রেকর্ড হচ্ছে কি না। কোথায় ভয়ডর?
এই ভিডিও ইন্টারনেটে মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা অবাক হয়েছেন যে কি করে ওই দুই যুবক ভয় না পেয়ে সিংহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল। ভিডিওটি ভারতীয় বনবিভাগের আধিকারিক (IFS) সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন। ভিডিও দেখে নেটিজেনদের কারও কারও মন্তব্য, ‘অসম্ভব! কী করে এত ঠান্ডা রয়েছেন ওই যুবক?’ আরেকজনের বক্তব্য, ‘গুজরাটের গির অরণ্যের মানচিত্রে আজকাল বদল এসেছে।’
Another day in Gujarat,India. pic.twitter.com/QGeGTswN1X
— Susanta Nanda (@susantananda3) November 27, 2022