প্রতিমাসের শুরুতে গ্যাসের দাম নির্ধারণ করে থাকে সরকারি পেট্রোলিয়াম কোম্পানিগুলি। ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে এইচপি এর মত তেল সংস্থাগুলি এদিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে থাকে। গত কয়েক মাস ধরে গ্যাস সিলিন্ডারের দামে কোন স্বস্তি নেই। এমনকি ডিসেম্বর মাসে সরকারি তেল কোম্পানিগুলির নির্ধারিত নামে স্বস্তি প্রেরণা সাধারণ মানুষ। চলতি মাসে গ্যাস সিলিন্ডার বুক করতে হলে আমাদের পকেট থেকে কত টাকা খসতে চলেছে এবার সেটা দেখে নেওয়া যাক।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে এদিন গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন আনা হয়নি। গার্হস্থ্য বাণিজ্যিক কোন ধরনের সিলিন্ডারের ক্ষেত্রে এই দামের কোন পরিবর্তন করা হয়নি। তবে গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এলপিজি সস্তা হয়েছে ১১৫ টাকা ৫০ পয়সা। গত ছয় মাসে ৬০০ টাকার বেশি দাম কমে ছিল এলপিজি সিলিন্ডারের। কিন্তু চলতি মাসে এমন কোন সিদ্ধান্ত নেয়নি তেল সংস্থা গুলি।
দেশের এক এক শহরে এলপিজি গ্যাসের দাম এক এক রকম হয়ে থাকে। রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম যেখানে ১,০৫৩ টাকা, সেখানেই কলকাতায় এলপিজি সিলিন্ডারের নাম এই মুহূর্তে ১০৭৯ টাকা। মুম্বাইতে গার্হস্থ্য সিলিন্ডার কিনতে খরচ হচ্ছে ১,০৫২ টাকা ৫০ পয়সা। অন্যদিকে মেট্রো শহর চেন্নাই তে এলপিজি সিলিন্ডারের দাম ১০৬৮.৫০। অর্থাৎ পরিসংখ্যা স্পষ্ট দেশের চার মেট্রো শহরে মধ্যে কলকাতাতে এলপিজি সিলিন্ডারের দাম সবথেকে বেশি।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৭৪৪ টাকা। মুম্বাইতে এই দাম ১,৬৯৬ টাকা। চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম ১৮৯১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে কলকাতায় বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৪৫.৫০।