নিউজরাজ্য

Cyclone Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস, শীতের শুরুতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস

Advertisement

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। যদিওবা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আমেজ নিয়েই কাটাতে হবে বঙ্গবাসীকে। শুক্রবার ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। তবে হাওয়া অফিস এও জানিয়েছে যে শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। কবে এই ঘূর্ণিঝড় আসছে? ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি বাংলায়? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ুর পন্ডিচেরি উপকূল। আবহবিদরা মনে করছেন যে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে এটি শুক্রবার সকালের মধ্যে পৌঁছে যাবে। তবে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে। উপকূলের কাছে এসে এই ঘূর্ণিঝড় শক্তি হারাতে পারে। তবে এর প্রভাব পড়বে অন্ধপ্রদেশ উপকূলে।

জানা গিয়েছে, স্থলভাগের কাছাকাছি এর গতিবেগ সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। বুধবার রাত থেকেই তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল এবং অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা বাতাস বইতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পরোক্ষভাবে বাংলায় কিছু পড়বে নাকি, সেই সম্বন্ধে এখনও কোনো তথ্য দেয়নি হাওয়া অফিস। তবে আগামী শনি রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে।

Related Articles

Back to top button