Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবারে দেড় মিনিটেই পাওয়া যাবে মেট্রো, থাকবে স্টেশনে ওয়াইফাই, জানুন মেট্রো রেলের নতুন প্রযুক্তির ব্যাপারে সবকিছু

Updated :  Friday, December 9, 2022 10:44 AM

আর কয়েক বছর পরে থেকেই ১.৫ মিনিটের ব্যবধানে ছুটবে কলকাতা মেট্রো। জানা যাচ্ছে, কলকাতা মেট্রোতে একটি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম। এই প্রযুক্তির ব্যবহারে ৯০ সেকেন্ডের ব্যবধানে দুটি মেট্রো একসাথে চলতে পারবে কিন্তু কোনো দুর্ঘটনা হবেনা। এই নতুন প্রযুক্তির ব্যবহার খুব শীঘ্রই শুরু করা হবে। যেহেতু কলকাতা মেট্রোর মেইন লাইনে এখনো তেমনভাবে প্রযুক্তির ছোঁয়া লাগেনি তাই এই নতুন প্রযুক্তি প্রথম ব্যবহৃত হবে মেইন লাইনেই। পাশাপশি, দেওয়া হবে প্রতি স্টেশনে ফ্রি পাবলিক ওয়াইফাই সিস্টেম

কলকাতা মেট্রো জানাচ্ছে, এখন বেশ কিছু নতুন রুট তৈরি হয়েছে। এর মধ্যে কিছু রুট তার মধ্যে ইস্ট–ওয়েস্ট, জোকা–ধর্মতলা, নিউ গড়িয়া–এয়ারপোর্ট রুটগুলি এখন চালুর পথে। এর ফলে মানুষের মেট্রোতে ওঠার প্রবণতা বাড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সার্ভিস আরো ভালো করতে হবে মেট্রোকে।

এছাড়াও, এবার বাড়তি সংযোজন হিসাবে সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে মিলবে ওয়াই–ফাই পরিষেবা। এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম‌্যানেজার অরুণ আরোরা বলেন, ‘‌শীঘ্রই মেট্রো স্টেশনে ওয়াইফাই পরিষেবা যাত্রীরা পাবেন। বিনোদন এবং তথ‌্যমূলক অনেক কিছু ব‌্যবস্থা থাকবে। আগামী ১০ তারিখের মধ্যে আমরা সবদিক থেকে প্রস্তুত হয়ে যাব। নয়াদিল্লি সংকেত দিলেই তা চালু হয়ে যাবে। তবে নিউ গড়িয়া–রুবি সিআরএসের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’‌