Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND vs BAN: নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম ‘ডাবল সেঞ্চুরি’ ঈশান কিশাণের, ভাঙলেন একাধিক রেকর্ড

বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ ইতিমধ্যে হাতছাড়া হয়েছে ভারতের। তারকা সম্মিলিত দল টাইগারদের সামনে পরিণত হয়েছে দুধের শিশুতে। সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় পেয়ে ওডিআই…

Avatar

বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ ইতিমধ্যে হাতছাড়া হয়েছে ভারতের। তারকা সম্মিলিত দল টাইগারদের সামনে পরিণত হয়েছে দুধের শিশুতে। সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় পেয়ে ওডিআই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমে বাংলাদেশের বোলারদের এক হাতে নিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। যদিও আজকের ম্যাচে জয় বা পরাজয় সিরিজ জয়ের ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি করবে না বাংলাদেশের জন্য। তবে শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিজের ধ্বংসাত্মক রূপ দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ।
IND vs BAN: নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম 'ডাবল সেঞ্চুরি' ঈশান কিশাণের, ভাঙলেন একাধিক রেকর্ড

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ঈশান কিষাণ আজ নিয়ম রক্ষার ম্যাচে ডাক পেয়েছিলেন ভারতীয় একাদশে। আর ওডিআই ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ভাঙলেন ক্রিকেটের সমস্ত রেকর্ড। ১৫ রানে ওপেনিং জুটির পার্টনারশিপ শেষে বিরাট কোহলির সাথে জুটি বাঁধেন ঈশান কিশাণ। আর সেই জুটিতে ২৯০ রানের বিশাল পার্টনারশিপ তৈরি হয়, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিরাট কোহলির সাথে জুটি বেঁধে ঈশান কিষাণ ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ওডিআই ক্রিকেট ইতিহাসে ক্যারিয়ারের প্রথম ইনিংসে দ্বিশতরনের ইনিংস খেলার রেকর্ড যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের নামে। শুধুমাত্র তাই নয়, ওডিআই ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্টাইক রেটে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন ঈশান কিশাণ। ৮৫ বলে শত রান করা ঈশান কিষাণ ১২৬ বলেই করেছেন ডাবল সেঞ্চুরি। বাঁ-হাতি এই ব্যাটসম্যান মাত্র ১৩১ বলে খেলেছেন ২১০ রানের ধ্বংসাত্মক ইনিংস। তিনি ২৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির সাহায্যে খেলেন তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংস। ঈশান কিষাণের পাশাপাশি আজ ব্যাট হাতে ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন কিং কোহলি। ২০১৯ সালের পর বাংলাদেশের বিপক্ষে আজ ওডিআই ক্রিকেটে প্রথম শতক পেয়েছেন তিনি। যা তার ক্যারিয়ারের ৭২তম আন্তর্জাতিক শতক।

About Author