ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বাংলায় জাঁকিয়ে শীত এখনও অধরাই। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। আগামী ৪৮ ঘন্টা চেন্নাইতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার পরিস্থিতির কোনো পরিবর্তন হবে বলে সম্ভাবনা নেই।
অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কমার বদলে কলকাতায় বাড়ছে তাপমাত্রার পারদ। গতকাল শনিবারের তুলনায় আজ সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে আজ কলকাতার তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণেই ডিসেম্বর মাসেও শীতের দেখা নেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে। এমনকি আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রী সেলসিয়াস অব্দি যেতে পারবে।
আজ রবিবার বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। ঘূর্ণিঝড়টি আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। চেন্নাই এর পাশাপাশি কৃষ্ণোগীরি, ধর্মপুর, সালেম ইত্যাদি অঞ্চলে প্রভাব দেখাতে পারে এই ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টির থামার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে।