খেলাক্রিকেট

Team India: দল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক, একাদশে জায়গা না দেওয়ায় রেগে গেলেন এই ক্রিকেটার

প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি এবার ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক বাংলাদেশ সিরিজ নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে।

Advertisement

বর্তমানে ভারতীয় দল বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছে। সেখানে আপাতত টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিরাট কোহলিরা। তবে ওডিআই সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লজ্জাজনক পরাজয় নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন তথা অভিজ্ঞ ক্রিকেটাররা। আপনাদের জানিয়ে রাখি, ৩ ম্যাচের ওডিআই সিরিজ ভারত ২-১ ব্যবধানে হেরেছে।

প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি এবার ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক বাংলাদেশ সিরিজ নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। বাংলাদেশ সফরে ভারতীয় দল নির্বাচন নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন দীনেশ কার্তিক। পাশাপাশি ভারতীয় একাদশে তরুণ এই ক্রিকেটারকে দেখতে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব ব্যক্ত করেছেন দীনেশ কার্তিক।

এদিন সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকার দেওয়ার সময় দীনেশ কার্তিক বলেন, “আমি খুবই হতবাক হয়েছি যখন দেখেছি বাংলাদেশ সফরে ভারতীয় স্কোয়াডে বাবা ইন্দ্রজিৎ-এর নাম নেই। আমি মনে করি, নামের উপর বিবেচনা নয় বরং পারফরমেন্সের উপর বিবেচনা করে ভারতীয় একাদশে যে কোন ক্রিকেটারের অন্তর্ভুক্তি হওয়া প্রয়োজন। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবা ইন্দ্রজিৎ। এই মুহূর্তে নির্বাচকদের উচিত ছিল তার পাশে দাঁড়ানো। এ প্রসঙ্গে আমি ভারতীয় দল নির্বাচকদের সঙ্গেও ইতিপূর্বে কথা বলেছি। তবে তাকে ছাড়াই বাংলাদেশ সফরে ভারতীয় দল নির্বাচন করা দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।”

আপনাদের জানিয়ে রাখি, বাবা ইন্দ্রজিৎ এখনও পর্যন্ত ৮৫টি প্রথম শ্রেণির ইনিংসে ৫৩.১৬ গড়ে ৩৯৮৭ রান করেছেন। যেখানে ১৩টি শতরানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। একই সময়ে, লিস্ট এ-এর ওডিআই ম্যাচে ৪৫ ইনিংসে বাবা ইন্দ্রজিৎ ৪৫ গড়ে ১২৪৮ রান করেছেন। ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি বাবা ইন্দ্রজিৎ আইপিএলেও ৩টি ম্যাচ খেলেছেন। 

Related Articles

Back to top button