দুর্দান্ত লুক ও ফিচারের সাথে বাজারে আসছে Royal Enfield Classic 650, জানুন গাড়িটির দাম
Royal Enfield Classic 650 বাইকটির এক্স শোরুম মূল্য হতে পারে ৩.৫ লাখ টাকা
ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। নতুন বাইকের পাশাপাশি এই কোম্পানি তাদের জনপ্রিয় মডেলগুলির আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করছে। তবে আগামী দিনে এই কোম্পানি ক্লাসিক ৬৫০ লঞ্চ করতে চলেছে, যা নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে বাইকপ্রেমিকদের মধ্যে।
রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন ক্লাসিক ৬৫০ বাইকের লুক পছন্দ হবে সকল বয়সের মানুষদের। এই বাইক অত্যাধুনিক ফিচারের সাথে রেট্রো লুকের মেলবন্ধন। এতে ৬৪৯ সিসির ইঞ্জিন রয়েছে যা ৪৭ PS পাওয়ার ও ৫২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এতে ম্যানুয়াল ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। এই বাইকের স্প্লিট সিট ইউনিট ও কালো অ্যালয় রিম বাইকটির লুক অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাইকটিতে পারফরমেন্সের পাশাপাশি পাওয়া যাবে অত্যাধুনিক সমস্ত ফিচার।
এই ক্লাসিক ৬৫০ বাইকে রেট্রো-স্টাইল সার্কুলার হেডল্যাম্প, টেয়ারড্রপ ফ্যুল ট্যাঙ্ক, ব্রাড-চেস্টেড রাইডিং এর্গোনমিকস এবং রাউন্ড টেল ল্যাম্প রয়েছে। এছাড়া এই বাইকে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, দুটি ট্রিপ মিটার, ট্রিপ নেভিগেশন মিটার ইত্যাদি দেখা যাবে। নিরাপত্তার জন্য এই বাইকে ডুয়েলে এবিএস বেকিং সিস্টেম রয়েছে। এছাড়া আরামদায়ক যাত্রার জন্য সামনে ইউএসডি ফর্ক এবং পিছনে শক এবজার্ভার সাসপেনশন থাকবে।
এই বাইকটি ভারতীয় বাজারে লঞ্চ করবে মাত্র ৩.৫ লাখ টাকার এক্স শোরুম মূল্য নিয়ে। মনে করা হচ্ছে আগামী ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের একদম প্রথম দিকে এই বাইকটি লঞ্চ করবে। বাইকটি কবে আসবে সেই নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে ভারতীয় বাইকপ্রেমীদের মধ্যে।