এসবিআই দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরা কিছু আলাদা নিয়মের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। অন্যসব ব্যাংকের সঙ্গে এর নিয়ম অনেকটাই আলাদা।
দেশের সবথেকে বড় ব্যাংক আগামী পয়লা অক্টোবর থেকে তাদের নীয়মাবলিতে বিরাট পরিবর্তন করতে চলেছে। সূত্র থেকে জানা গিয়েছে, এরপর থেকে মাসে মাত্র তিনবার ব্যাঙ্ক থেকে তিনবার বিনামূল্যে টাকা পয়সা জমা করা যাবে ৷ প্রতিবার ৫০ টাকার সঙ্গে অতিরিক্ত জিএসটি দিতে হবে যদি এর থেকে বেশি ট্রানজাকশান করলে।
নতুন নিয়মে নুন্যতম ব্যালেন্স ১০০০ টাকা রাখতেই হবে গ্রামীণ এলাকায় এবং সেমি আর্বান এলাকায় নুন্যতম ব্যালেন্স ২০০০ টাকা রাখতেই হবে। ৭.৫০ টাকার সঙ্গে জিএসটি জরিমানা হিসাবে দিতে হবে সেমি আর্বান এলাকায় ন্যূনতম ব্যালান্স না রাখলে। গ্রামীণ এলাকায় ৫ টাকার সঙ্গে জিএসটি দিতে হবে কোনও গ্রাহক যদি ৫০ শতাংশ থেকে কম ব্যালান্স রাখেন।