রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। প্রত্যেক মাস শুরুর সময় গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে সরকারি পেট্রলিয়াম কোম্পানিগুলি। তবে এবার ডিসেম্বর মাসের মাঝে দীর্ঘদিন বাদে দাম কমলো গ্যাস সিলিন্ডারের।
গ্রাহকদের কথা মাথায় রেখে তেল কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ব্যাপকভাবে। আর তাতেই সামান্য স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম না কমলেও চলতি মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৭৫ টাকা কমেছে। এর ফলে ব্যাপক স্বস্তি পেয়েছেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা। দিল্লিতে ইন্ডেনের ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১১৫ টাকা ৫০ পয়সা হ্রাস পেয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান অয়েল এর ওয়েবসাইট অনুযায়ী এতদিন পর্যন্ত রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৫৯ টাকা ৫০ পয়সা। এবার দাম কমার ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের গ্যাস কিনতে হবে মাত্র ১৭৪৪ টাকায়। দিল্লি এবং মুম্বাই শহরের পাশাপাশি চেন্নাই ও কলকাতাতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে যথাক্রমে ১১৬ টাকা ৫০ পয়সা ও ১১৩ টাকা।