Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মিনিমাম ব্যালেন্স নীতিতে বড় বদল নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জানুন বিস্তারিত নিয়ম

এই মুহূর্তে ৪০ কোটি সাধারণ মানুষের অ্যাকাউন্ট রক্ষায় এই মুহূর্তে কাজ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই আবহে যদি স্টেট ব্যাংক তাদের নিয়মে কোনো পরিবর্তন করে, তাহলে কোটি কোটি মানুষ…

Avatar

এই মুহূর্তে ৪০ কোটি সাধারণ মানুষের অ্যাকাউন্ট রক্ষায় এই মুহূর্তে কাজ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই আবহে যদি স্টেট ব্যাংক তাদের নিয়মে কোনো পরিবর্তন করে, তাহলে কোটি কোটি মানুষ প্রভাবিত হয়ে থাকেন এই এক সিদ্ধান্তের কারণে। ২০২০ সালেই এই ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্স নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছিল। সাধারণ ভাবে প্রত্যেকটি ব্যাংকের একাউন্টে কিন্তু আপনাকে একটি ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় নতুবা আপনার জরিমানা হয়ে থাকে। তবে বছর দুয়েক আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নিয়মে কিছু পরিবর্তন এনেছিল। পাশাপাশি অন্য কিছু নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়।

এর আগে শহর বা শহরতলির যে কোন এসবিআই একাউন্টে ন্যূনতম ৩০০০ এবং ২০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হতো। গ্রামীন শাখা ক্ষেত্রে এই টাকার পরিমাণ ছিল ১০০০ টাকা। ২০২০ সালে এই নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়। তখন জানানো হয়, যদি গ্রাহক না চান তাহলে নিজের একাউন্টে টাকা নাও রাখতে পারেন। তাহলেও তার কাছ থেকে জরিমানা নেওয়া হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে আরো কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে স্টেট ব্যাংকের নিয়মে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১০ কোটি টাকার কম পরিমাণ থাকলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৭ শতাংশ এবং অ্যাকাউন্টে ১০ কোটি টাকার বেশি থাকলে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশ।

এই পরিস্থিতিতে যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাউন্ট ক্লোজ করতে চান তাহলে একটি নতুন প্রাবধান তৈরি করা হয়েছে। এই নতুন নিয়ম অনুসারে যদি আপনি ১৪ দিনের মধ্যে একাউন্ট ক্লোজ করেন তাহলে আপনাকে কোন চার্জ দিতে হবে না। আর যদি অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের পরে এবং ১ বছরের মধ্যে সেই অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে ৫০০ টাকা চার্জ দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট ১ বছরের পুরনো হলে তা ক্লোজ করতে গেলে কোনও চার্জ দেওয়ার প্রয়োজন নেই।

About Author