ভারতের অন্যতম সেরা সফল স্পিনার যুজবেন্দ্র চাহালের ক্যারিয়ার বর্তমানে ডুবন্ত প্রায়। দীর্ঘ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন না চতুর এই স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অংশ হলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিশ্বকাপ শেষে ভারতীয় দল একাধিক সিরিজ খেললেও সেই সিরিজে ভারতীয় দলের অংশ হতে পারেননি চাহাল। অথচ বিরাট কোহলির অধিনায়কত্বে তিনি ছিলেন ভারতের সবচেয়ে সফলতম স্পিনার।
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, যুজবেন্দ্র চাহালের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার সমাপ্তি লগ্নে এসে পৌঁছেছে। কারণ বল হাতে দীর্ঘদিন ধরে সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না তিনি। এদিকে যুজবেন্দ্র চাহাল ভারতীয় জার্সিতে ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচ খেললেও টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করতে পারেননি তার দীর্ঘ ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ব্যর্থতার পর এবার চাহাল টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সূত্রের মান্যতা অনুযায়ী, যুজবেন্দ্র চাহাল আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে মরিয়া হয়ে উঠেছেন। যে কারণে দীর্ঘ ৪ বছর পর ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, যুজবেন্দ্র চাহাল ২০১৮ সালে শেষবারের জন্য রঞ্জি ট্রফি খেলতে মাঠে নেমেছিলেন। তবে সম্প্রতি বাংলাদেশ সফরে ভারতীয় দলের অংশ হতে না পেরে আবার রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করেছেন তিনি। যুজবেন্দ্র চাহাল হরিয়ানার হয়ে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন। বর্তমানে বরোদার বিপক্ষে খেলছে হরিয়ানা। আর সেই দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।
উল্লেখ্য, ২০০৯ সালে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটেছিল যুজবেন্দ্র চাহালের। এরপর ২০১৬ সালে জাতীয় দলে খেলার ডাক পান তিনি। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩১ ম্যাচে ৮৪ উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। এদিকে টিম ইন্ডিয়ার হয়ে ৭০টি ওডিআই খেলে ১১৮ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮৭ উইকেট দখল করেছেন।