কয়েকবছর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে দরিদ্র জনগণের জন্য ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু সেই তালিকায় বাদ পড়েছিলো বাংলার বহু দরিদ্র ব্যাক্তি। আর তাদের কথা মাথায় রেখে আলাদা করে রেশন কার্ড তৈরির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।
শুধুমাত্র দারিদ্র সীমার নীচে থাকা ব্যক্তিদের দেওয়া হবে এই কার্ড। যা দিয়ে কম দামে রেশন দোকান থেকে জিনিসপত্র পাওয়া যাবে না কিন্তু এই কার্ড থাকলে বড় সুযোগ করে দেবে রাজ্য সরকার। এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য দফতরের। সেই সংস্থা থেকে চাল, আটা, চিনি বাদে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলে নির্দিষ্ট ছাড় পাওয়া যাবে। যদিও সংস্থাটির নাম এখনও জানা যায়নি তবে কিছুদিনের মধ্যেই নামটি জানানো হবে।