ঠিক অন্যান্য বছরের মত এই বছরেও বড়দিনের দিন গোটা কলকাতা শহর জনপ্লাবনে প্লাবিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মতলা থেকে শুরু করে পার্কস্ট্রিট পর্যন্ত নামবে মানুষের ঢল। আর তার ব্যবস্থা নিল কলকাতা মেট্রো। বড়দিনে কলকাতার ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর রবিবার আপ ডাউন মিলিয়ে মোট ২০৪ টি মেট্রো চালানো হচ্ছে।
আপনাদের জানিয়ে রাখি সাধারণত রবিবার অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলে। সাধারণ রবিবারে মেট্রোরেল কর্তৃপক্ষ সারাদিনে আপডাউন মিলিয়ে ১৩০ টি মেট্রো চালায়। তবে আগামী ২৫ শে ডিসেম্বর রবিবার গোটা কলকাতা শহরে মানুষের ঢল নামবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সেই ভিড় সামাল দিতেই অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে রবিবার প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫০ মিনিটে। শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে। বড়দিনে দুপুর ১টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে রবিবার ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিটে। দমদম থেকেও ওই একই সময়ে প্রথম মেট্রো ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অপরদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ওই একই সময়ে।