প্রতি ঘণ্টায় ১৮ কিমি শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘হিক্কা’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরব সাগরের পশ্চিমে ওমানের দিকে ক্রমে সরছে এই ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরো ঘনীভূত হয়ে শক্তি বাড়াবে ‘হিক্কা’। সর্বোচ্চ শক্তি হবে ১৪৮ কিলোমিটার প্রতি ঘন্টা। ‘হিক্কা’র প্রভাব পড়বে গুজরাট উপকূল ছাড়াও উত্তর পাঞ্জাব থেকে মধ্য রাজস্থান পর্যন্ত।
পূর্বাবস্থায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কঙ্কন উপকূল ও মহারাষ্ট্রীয় উপকূলে দেখা যাবে ‘হিক্কা’র প্রভাব। আজ থেকে আগামী চার দিন গুজরাত, মধ্য প্রদেশ, গোয়া, কোঙ্কন উপকূল, কেরল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
হিক্কার প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে৷ ওমানে প্রায় ১৭ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়বে এমনটাই অনুমান করা হচ্ছে৷ কলকাতায় এই ঘূর্ণিঝড় প্রত্যক্ষ প্রভাব না ফেললেও পরোক্ষ প্রভাব ফেলবে৷