দেশনিউজ

BREAKING: দেশের জন্য বড়সড় ঘোষণা নরেন্দ্র মোদীর!

Advertisement

প্রীতম দাস: নরেন্দ্র দামোদর মোদী , যার ভাষণ জিতে নেয় কোটি কোটি মানুষের মন। প্রধানমন্ত্রীর মন কি বাত এর সাফল্য সবার জানা। তার ভাষণে আসমুদ্র হিমাচল মুগ্ধ। আর এবার তার ভাষণ দেশের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতে। কিছুদিন আগে নিউ ইয়র্ক শহরে মোদীর ভাষণ সেখানকার প্রবাসীদের ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মন জয় করে নেয়। সেখানকার প্রতি মুহূর্তের উন্মাদনা বলে দিচ্ছিল তার ভাষণের দৃঢ়তাকে।

তার সেই মনোমুগ্ধকর ভাষণের সাক্ষী এবার ভারত সহ গোটা বিশ্ব। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী শুক্রবার রাষ্ট্রসঙ্ঘ তে তার ভাষণ রাখলেন ও দেশবাসীর জন্যে একাধিক প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন – ভারতের আগামী ৫ বছরে জল সংরক্ষণ বাড়ানো হবে। ১৫ কোটি পরিবারে জল সরবরাহের ব্যবস্থা করা হবে।

২০২০ সালের আগে আরো ২ কোটি বাড়ি বানানো হবে। ২০২৫ সালের মধ্যে ভারতকে যক্ষ্মা মুক্ত করা হবে। তিনি জানান – ভারতের মতো উন্নয়নশীল দেশে ৫ বছরে ১১ কোটি শৌচাগার গরা হয়ছে। বিশ্বের সবথেকে বড়ো স্বাস্থ্য বীমা চালু হয়ছে। এই দুই পদক্ষেপ গোটা বিশ্বের কাছে প্রেরণা।

Related Articles

Back to top button