বছর শেষ হতে আর মাত্র ২ দিন বাকি। আর সেই খুশির আবহের মাঝেই আজ সকাল থেকে জাঁকিয়ে শীত পড়েছে, কলকাতা সহ গোটা বাংলায়। আজ কলকাতায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে যে আগামী ২৪ ঘন্টা এরকমই থাকবে আবহাওয়া। অবশ্য তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে নতুন বছরে শীতের আমেজ থাকবে। আপাতত কলকাতায় পরিষ্কার আকাশ দেখা যাবে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
আজ ৩০ ডিসেম্বর, ২০২২ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রী সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪-৮৮ শতাংশ থাকতে পারে। আগামীকাল বছরের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াস।
কলকাতায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বছরে শেষে সিকিমে তুষারপাত হতে পারে। রাজ্যের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিনে। নতুন বছর শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। যেখানে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রয়েছে সেখানে নতুন বছরে তাপমাত্রার পারদ ১৬-১৭ ডিগ্রীতে ঘোরাফেরা করবে।