বিয়ের মৌসুমে বাঁধা পড়লে অভিনেত্রী তথা ফ্যাশন দুনিয়ার ভিন্টেজ গার্ল হিসেবে পরিচিত চিত্রাঙ্গদা শতরূপা। তার আরেক পরিচয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি হিসেবে। বিয়ের দিন লাল বেনারসিতে সেজে একেবারে যেন অপরূপ লাগছিল অভিনেত্রীকে। আর দিদির মতোই এই বিয়ের অনুষ্ঠানে নজর কাড়লেন অভিনেত্রী রিতাভরী চক্রবর্তীও। হলুদ রঙের গাঁদা এবং হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। আর তাতেই বিয়ের কনেকে আরো সুন্দরী দেখাচ্ছিল।
চিত্রাঙ্গদা ও তার স্বামী সম্বিত চ্যাটার্জির বিয়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা নিজেই। এই বিয়ের অনুষ্ঠানের সর্বত্রই ছিল বাঙালিয়ানার ছোঁয়া। এই বিয়ের অনুষ্ঠানটি যে তার বেশ কাছের ছিল এটা আর নতুন করে বলে দিতে হবেনা। বিয়ের দিনের যাবতীয়, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই ছিল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া।
এদিন ভারী সোনার গয়না পরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মেহেন্দি, সংগীতের মত অনুষ্ঠান না করে স্রেফ আলতায় হাত রাঙিয়েছেন তিনি। এক অন্য আন্তরিকতা দেখা গিয়েছে অভিনেত্রীর সাজের মধ্যে। মাথায় ছিল শোলার মুকুট। কাজল দিয়ে আঁকা চোখ এবং মুখে ছিল হালকা মেকাপ। অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তার সোনা ঝরানো হাসি। সেই হাসিতেই কাত সকলে।
তবে সাবেকিয়ানা থাকলেও কিছু বিষয় ছিল একটু আলাদা। এই বিয়ের দিন বিয়ে হলো মহিলা পুরোহিতের হাত দিয়ে। এছাড়াও কন্যাদান হয়নি এই বিয়েতে। বর এবং বধূ সিঁদুরে রাঙিয়ে দিলেন একে অপরকে। এই বিয়ের কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী ঋতাভরি নিজেই। এই বিয়ে যেনো অভিনেত্রীর ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটির একেবারে মিল।
বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী। তাঁর লাল সিল্কের শাড়িতেও ছিল জরির কাজ। ঋতাভরীর শাড়ির সঙ্গে ডান কাঁধে ছিল সরু সোনালি পাড়ের লাল ওড়নাও। লেহঙ্গার ভারি সোনালি কাজের পাশে ঢালা লাল শাড়ি যেন চোখের আরাম। আর ছিল গলা ভরা সোনার হার। কানে ছিল ভারি দুল আর হাতে মান্তাসা।