রোদ পোহাতে ভরতপুরের রাস্তায় বেরিয়ে এল ১০ ফুটের বিশাল অজগর
ভরতপুরের কালীবাগিচী এলাকায় এমন ঘটনাটি ঘটেছে
সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে।
সাপের মধ্যে যেই প্রজাতির নাম শুনলে গা শিউরে ওঠে, তা হল অজগর। এই বিশাল আকৃতির সাপ নিমেষে জীবন কেড়ে নিতে পারে বড় বড় জীবজন্তুর। তাই অনেকেই বলেন এই সাপ এক ভয়ানক শিকারি। আর সম্প্রতি ভরতপুরের রাস্তায় দেখা মিলেছে এক বিশাল অজগর সাপের যার ভিডিও ইন্টারনেট দুনিয়াতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভরতপুরের কালীবাগিচী এলাকায়। সেখানে উপস্থিত লোকজনের চোখ অজগরের ওপর পড়লে সেখানে হইচই পড়ে যায়। এই অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং মোটা ছিল। সেখানে উপস্থিত লোকজন সাপ ধরা দলকে খবর দিলে অজগরটিকে ধরে বস্তায় বন্দী করা হয়।
আসলে এই অজগর সাপ শীতল রক্তের প্রাণী হওয়ার জন্য তারা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে পছন্দ করে। তাই এই শীতের সময় যখন তাপমাত্রা ৫ ডিগ্রীর কাছাকাছি চলে যায় তখন তারা রোদ পোহাতে জলাধারের পাশ থেকে বেরিয়ে আসে। এই অজগর সাপটিও রাস্তার মধ্যে রোদ পোহাতে এসেছিল। জানা গিয়েছে, সাপ উদ্ধারকারী দল ওই বিশাল অজগর সাপকে কেওনলাদেও অভয়ারণ্যতে ছেড়ে এসেছে।