বর্তমানে ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যাস্ত রয়েছে। এই মুহূর্তে ভারত-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে। আজ সিরিজের শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামতে টিম ইন্ডিয়া। চলমানরত এই টি-টোয়েন্টি সিরিজ থেকে ভারতের প্রথম শ্রেণীর একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, ভুবনেশ্বর কুমার সহ আরও একাধিক ক্রিকেটার। তবে বিশ্রাম থেকে এবার জাতীয় দলে প্রত্যবর্তন করতে বিরাট কোহলিদের অনুমতি নিতে হবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফ্লপ ক্রিকেটারের নিকট থেকে।
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে এমনি। ভারতীয় জাতীয় দলে খেলার জন্য চরম ফ্লপ ক্রিকেটারের অনুমতি নিতে হবে রোহিত শর্মাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত দল নির্বাচক কমিটিতে এমন একজন ক্রিকেটারকে নিয়োগ করা হয়েছে যার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেই কোনো ধরনের উল্লেখযোগ্য রেকর্ড। যিনি তার পুরো ক্যারিয়ারে ১টি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। পাশাপাশি ২০টি ওডিআই ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ১৩ উইকেট।
সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সিনিয়র পুরুষদের দল নির্বাচন কমিটি নির্বাচন করেছে। ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে প্রাপ্ত প্রায় ৬০০টি আবেদনের মধ্যে ৫ জন অভিজ্ঞকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নাম অবাক করেছে বহু ক্রিকেট বিশেষজ্ঞ সহ ভারতীয় ক্রিকেট প্রেমীদের। আর সেই নামটি হল সলিল আনকোলা। আপনাদের জানিয়ে রাখি, মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সলিল। এরপর বহু বছর টিভি ও চলচ্চিত্র জগতে কাজ করেছেন তিনি। তবে ক্রিকেটের মত চলচ্চিত্র জগতেও চরম ব্যার্থ হন তিনি।
তবে বহু বছর পর সলিলকে আবারও দেখা যাবে ক্রিকেটের মাঠে। যদিও তার ভূমিকা এখন খেলোয়াড়দের ভবিষ্যত তৈরির সাথে সম্পর্কিত। ভারতের সিনিয়র নির্বাচক কমিটিতে (পুরুষ) ৫ জন অভিজ্ঞকে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে চেতন শর্মাও রয়েছেন যিনি ইতিমধ্যেই নির্বাচক কমিটির প্রধান ছিলেন। তারা ছাড়াও এই কমিটিতে রয়েছেন শিব সুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা এবং শ্রীধরন শরৎ।