২০০৭ সালে রাজস্থানের এক অনুষ্ঠানে চুম্বন কাণ্ডে অশ্লীলতার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছিল বলি ডিভা শিল্পা শেট্টি ও হলিউড অভিনেতা রিচার্ড গেরের বিরুদ্ধে। অনুষ্ঠানে মঞ্চের উপর প্রকাশ্যে অভিনেত্রীকে চুম্বন করেছিলেন এই হলিউড অভিনেতা। তবে গতবছরই আদালতের রায় অনুযায়ী, সেই অশ্লীলতার দায় থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি তার বিরুদ্ধে হওয়া বাকি মামলা প্রসঙ্গে আরো কিছু তথ্য মিডিয়ার হাতে এসেছে।
উল্লেখ্য, সেইসময় রাজস্থানের এক অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবেই উপস্থিত ছিলেন শিল্পা শেট্টি ও রিচার্ড গেরে। তবে অনুষ্ঠান চলাকালীন হঠাৎই রিচার্ড অভিনেত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করে দিয়েছিলেন। আর সেই ঘটনায় ক্ষণিকের জন্য হলেও চমকে গিয়েছিলেন অভিনেত্রী নিজেও। প্রকাশ্যে ঘটে যাওয়া সেই ঘটনায় হতচকিত হয়ে আর প্রতিবাদ জানাতে পারেননি তিনি। এই কথা অবশ্য তিনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন। আর সেইসময় এই ঘটনার উপর ভিত্তি করেই শিল্পার বিরুদ্ধে জয়পুর, আলওয়ার ও গাজিয়াবাদে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল। তবে ঐ ঘটনার উপর ভিত্তি করে তাকে অভিযুক্ত হিসেবে ঠাওর করা অনুচিত বলেই মনে করেছিলেন অভিনেত্রী।
পরবর্তীকালে সেই মামলা অনবরত চলছিল। ২০১১’তে অভিনেত্রী সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন, তার বিরুদ্ধে চলা তিনটি মামলাই যেন একসাথে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। এরপর ২০১৭’তে অভিনেত্রীর সেই আবেদন গ্রাহ্য হলেও পুরোটা হয়নি। আদালতের পক্ষ থেকে একটি মামলা থেকে স্বস্তি না মেলার আভাস পেয়েছিলেন তিনি। তারপরেই অভিনেত্রী হাইকোর্টের কাছে সেই এফআইআর বাতিলের আবেদন জানিয়েছিলেন। এই মুহূর্তে বোম্বে হাইকোর্ট সেই প্রসঙ্গেই উত্তর চেয়েছে মহারাষ্ট্র সরকারের কাছ থেকে। পাশাপাশি অভিনেত্রীর আইনজীবী সরকার ও বিবাদীদের উত্তর দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দিয়েছেন। আর সেই সূত্রেই আপাতত আবারো চর্চার পাতায় শিল্পা শেট্টি। উল্লেখ্য , ২০২২’এ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কেতকী চৌহান স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, অশ্লীলতার মামলা থেকে মুক্ত শিল্পা শেট্টি।