খেলাক্রিকেট

Rohit Sharma: T20 ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা? সংবাদ সম্মেলনে বললেন এই কথা

আপাতত ক্রিকেটের কোন ফরম্যাট থেকে বিশ্রাম নেওয়ার ইচ্ছা নেই। শ্রীলংকার বিরুদ্ধে একদিনের ম্যাচ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি।

Advertisement

ভারতীয় দলের ৩ ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা আজ শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে বিরাট কোহলির সাথে রোহিত শর্মাকে ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তাকে ছাড়াই খেলেছে টিম ইন্ডিয়া। ভারতের টি-টোয়েন্টি দলে রোহিত শর্মার অনুপস্থিতি দেখে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছিল যে, রোহিত শর্মা আর কখনো টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন না। অবশ্য এমন প্রশ্ন ওঠার পেছনে ছিল একাধিক কারণ।

২০২২ এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে রোহিত শর্মা ছিলেন সাধারণ দর্শকের ন্যায়। যে কারণে বিভিন্ন মাধ্যমে জল্পনা উঠেছিল যে, অফফর্মে থাকা রোহিত শর্মা আর কখনোই সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতীয় একাদশে জায়গা করে নিতে পারবেন না। আর সেই জল্পনা সত্যি প্রমাণিত হয়েছিল যখন শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মাকে বিশ্রামে পাঠানো হয়েছিল। তবে আসন্ন দিনে রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন কিনা সে প্রসঙ্গে বড় আপডেট দিলেন নিজেই।

শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার উদ্দেশ্যে ভারতীয় শিবিরে যুক্ত হয়ে এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপাতত ক্রিকেটের কোন ফরম্যাট থেকে বিশ্রাম নেওয়ার ইচ্ছা নেই। শ্রীলংকার বিরুদ্ধে একদিনের ম্যাচ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। টানা ম্যাচ খেলার মধ্যে শরীরে ক্লান্তির ছাঁপ পড়ে, আর সেই কারণে কোন ক্রিকেটার ফর্মে থাকুক বা না থাকুক কিছুদিনের বিশ্রাম প্রয়োজন হয়। আর আমিও বাকি সবার মত কিছুদিনের বিশ্রাম নিয়েছিলাম। তবে আইপিএলের পরে যা সিদ্ধান্ত নেওয়ার নেব।”

Related Articles

Back to top button