রক্ষণশীল কাতারে প্রকাশ্যে মদ পান ও বিক্রি নিষিদ্ধ তবে ২০২২ সালের বিশ্বকাপে এই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল সমর্থকদের কথা ভেবে মদ সহজলভ্য করার পাশাপাশি দাম কমানোর কথাও ভাবছে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি। বিশ্বকাপের সময় মদের জোগান যাতে স্বাভাবিক থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে। বিশেষত ইউরোপিয়ান দেশগুলি থেকে প্রচুর সমর্থক বিশ্বকাপের সময় কাতারে উপস্থিত হবেন। তাই বিনোদনের ভরপুর উপাদান মজুত রাখছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ ও কাতার সরকার।
এ ব্যাপারে কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী অফিসার নাসের আল-খাতের বলেছেন, “কাতার রক্ষণশীল দেশ। আমাদের সংস্কৃতির সঙ্গে মদ ঠিক চলে না। কিন্তু বিশ্বকাপের সময় কাতারে বিভিন্ন দেশ থেকে প্রচুর সমর্থক আসবেন, যারা নিয়মিত মদ্যপান করেন। তাই আমরা বেশ কিছু জায়গা ঠিক করেছি, যেখানে গিয়ে দর্শকরা মদ্যপান করতে পারবেন। তবে ঐতিহ্যপূর্ণ স্থানগুলোতে মদ্যপান নিষিদ্ধ থাকবে।” স্টেডিয়ামের ভিতরে ফ্যান জোনে মদ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিফা এই বিষয়ে বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে কথা বলবে।
তারপর চুক্তি সম্পন্ন হবে। বিশ্বকাপে বিদেশি সমর্থকদের কথা মাথায় রেখে মদের দাম কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নাসির আল-খাতের বলেছেন, “মদের দাম কমানো যায় কি-না আমরা দেখা দেখছি।” কাতারে একমাত্র বিলাসবহুল হোটেলেই মদ পাওয়া যায়। বিশ্বকাপের সময়েই এই নিয়ম শিথিল করা হবে। তবে ব্রিটিশ কিংবা জার্মান উন্মত্ত সমর্থকদের নিয়ে ভয় থাকছে। অতিরিক্ত মদ খেয়ে রাস্তায় না ঝামেলা শুরু করে দেন ফুটবল গুন্ডারা আয়োজকরা অবশ্য এটা নিয়ে চিন্তিত নন কারণ সজাগ থাকবে প্রশাসন।