Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Written notes cancel: কিছু লেখা থাকলেই কি বাতিল হবে নোট? নতুন নির্দেশিকা দিল রিজার্ভ ব্যাংক এবং পিআইবি

ব্যাংক নোটের উপর যদি আপনি কিছু একটা লিখে ফেলেন তাহলে কিন্তু সেই নোট বাতিল হয়ে যায় না। এই আইনটির ব্যাপারে অনেকেই বেশ ভালো মতই জানেন। অনেকেই এই আইনের পালন করে…

Avatar

ব্যাংক নোটের উপর যদি আপনি কিছু একটা লিখে ফেলেন তাহলে কিন্তু সেই নোট বাতিল হয়ে যায় না। এই আইনটির ব্যাপারে অনেকেই বেশ ভালো মতই জানেন। অনেকেই এই আইনের পালন করে থাকেন। তবে, ভারতীয় রিজার্ভ ব্যাংক আশা রাখে যেন কেউ এই ধরনের নোটের উপরে অতিরিক্ত কিছু না লেখে। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি জানিয়েছে, যদি নোটের উপরে কিছু লেখা হয় তাহলে হয়তো নোটের মূল্য কমে যায় না কিন্তু এই নোটের লাইফ অনেকটাই খারাপ হয়ে যায়। বেশি লেখা থাকলে এই নোট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে অনেক সময়। তবে এটা কখনোই নয় যে, এই নোট অমান্য বলে গৃহীত হবে। তাই যদি আপনার কাছে ২০০০ টাকা ৫০০ টাকা ২০০ টাকা ১০০ টাকা ৫০ টাকা এবং ২০ টাকার নোট থাকে, যার মধ্যে কিছু লেখা আছে, তাহলে আপনি সেই নোট ব্যবহার করতেই পারেন।

সরকারের আধিকারিক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পিআইবি ফ্যাক্ট চেক সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি জানিয়েছে একটি ফেক নিউজ এর ব্যাপারে। পিআইবি জানিয়েছে, কিছুদিন আগে একটি জাল মেসেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণা অনুসারে নোট এর উপরে কোন কিছু লেখা এখন থেকে বেআইনি। কিন্তু পিআইবি সরাসরি জানিয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এরকম কোন ঘোষণা করেনি এবং আপনারা কোন কিছু লেখা নোট ব্যবহার করতেই পারেন নির্দ্বিধায়। তবে হ্যাঁ, পিআইবি আরো জানিয়েছে, এই ধরনের মেসেজ যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর পদক্ষেপ নিতে পারে ভারত সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে রিজার্ভ ব্যাংকে তরফ থেকে টুইট করে অনুরোধ করা হয়েছে, যেন ব্যবহারকারীরা কোনভাবেই নোটের উপরে কোন সংখ্যা না লেখেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের, ক্লিন নোট পলিসি অনুসারে, নোট যত ভালোভাবে থাকবে, ততই কিন্তু সুবিধা হবে সকলের। কিন্তু নোটের সঙ্গে কখনোই এই তিনটি কাজ করবেন না। প্রথমত কোনদিন কোন নোট স্টেপল করবেন না, দ্বিতীয়ত নোটের মালা তৈরি করবেন না অথবা সুচ দিয়ে নোট গাথবেন না, তৃতীয়ত কারেন্সি নোট রাস্তার মাঝখানে ওড়াবেন না এবং প্রয়োজন ছাড়া নোটের উপর কিছু লিখবেন না।

About Author